সিটিজি জার্নাল নিউজঃ রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবনে বকেয়া বেতনের দাবিতে ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। এছাড়া একটি গাড়িও ভাঙচুর করা হয়।
রামপুরার আশিয়ানা পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবনের সামনে জড় হয়। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের ব্যানারে সেখানে অবস্থান নিয়ে তাঁরা স্লোগান দিতে থাকে। তা থেকেই এক পর্যায়ে শ্রমিকরা ভবনে হামলা চালায়।
শুরুতে বিজিএমইএ ভবনের ভেতরে ও বাইরে ভবনের কাচসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করেন শ্রমিকেরা। পরে তারা একটি গাড়ি ভাঙচুর করেন। ওই সময় বিজিএমইএর কর্মীরা লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ধাওয়া করেন। এতে এক শ্রমিক ও দুই কর্মী আহত হন।
আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিক ও বিজিএমইএ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক শ্রমিকসহ তিনজন আহত হন।
শ্রমিকরা যখন মূল ভবনের প্রবেশপথে জড় হয়ে স্লোগান দিচ্ছিল তখন ভবনের ভেতর থেকে ছয়-সাতজন কর্মী বেরিয়ে এসে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শ্রমিকরা ভবনের ভেতর প্রবেশ করে ভাঙচুর চালায়।
একে/এম
Powered by : Oline IT