নিজস্ব প্রতিনিধি, পানছড়িঃ জেলার পানছড়ি উপজেলার কানুংগো পাড়া এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ২৮ টুকরা চাঁপা ফুলের (চম্পাফুল) গোল কাঠ জব্দ করেছে বিজিবি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ৯জন বিজিব সদস্য কানুনগো পাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় এ কাঠ জব্দ করে। পানছড়ি উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন ২৮টুকরো চাঁপা ফুলের গোল কাঠ প্রায় ৩৫০ ঘনফুট হবে এবং যার বাজার মূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকা বিজিবি জব্দ করেছে।
কে বা কাহারা এই কাঠ এখানে এনেছিল তা এখনও পাই নাই। ফরেস্টার শেখ ইয়াকুব বলেন চাঁপা ফুল গাছ কর্তন করা নিষেদ। পাঁচার করা জন্য এসব কাঠ কর্তন করা হয়েছে তাই এসব কাঠ জব্দ করা হয়েছে।
Powered by : Oline IT