সোমবার রাতে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসে রিজভী বলেন, “রাত সাড়ে ১০টার সময়ে আনিসুর রহমান তালুকদার খোকনকে হোটেল রমনাতে তার জেলার নেতৃবৃন্দের দেখা করার সময়ে কয়েকটি গাড়ি এসে ঘেরাও করে তাকে তুলে নিয়ে যায়।”
বিএনপি নেতাদের এই অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কারও বক্তব্য রাতে পাওয়া যায়নি।রিজভী বলেন, “আমরা জানি না, তার (খোকন) অবস্থা এখন কেমন? সে কোথায় আছে, কোথায় রাখা হয়েছে? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।”
একই সঙ্গে গত ২৫ জানুয়ারি চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ জাব্বার আলীকেও আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় বলে দাবি করেন রিজভী।
একে/এম