সিটিজি জার্নাল নিউজঃ দুবাই থেকে আসা ‘ফ্লাই দুবাই’ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। রবিবার (২৮ জানুয়ারি) সকালে শাহ আমানত বিমানবন্দর এলাকা থেকে কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের বারগুলো উদ্ধার করেন। ওই যাত্রীর নাম আলী আকবর। তাকে গ্রেফতার করা হয়েছে।
কাস্টমসের সহকারী কমিশনার (বিমানবন্দর) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার করা স্বর্ণের বারের ওজন প্রায় ৩ কেজি ১০০ গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
আলমগীর হোসেন আরও বলেন, ‘স্ক্যানিং করার সময় আলী আকবরের হাতে থাকা একটি ব্যাগে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা। এসময় আকবর নামের ওই যাত্রীকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
একে/এম
Powered by : Oline IT