ইয়াবাসহ সুজন কর্মকার নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামগড় থানা পুলিশ। শুএবার রাত ১১. ০০ টার রামগড় বাজারের প্রান কেন্দ্র মেইন রোড পুলিশ বকস এর সামনে এ এস আই রকি তল্লাসী করে ১১ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী রামগড় পৌরসভার মাষ্টার পাড়া এলাকার মৃত প্রভাত কর্মকার এর ছেলে সুজন কর্মকার ব্লু (৩৫)।
পুলিশ জানায়, র্দীঘদিন ধরে রামগড় বাজার এলাকায় ইয়াবাহ বিক্রী করে আসছিল। রামগড় থানার ওসি শরিফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের বিরুদ্বে নিয়মিত অভিজান চলবে।
Powered by : Oline IT