ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার উপপরিদর্শক খন্দকার সাইফুদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) বাকলিয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাকে বরখাস্ত করা হয়। নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। উপপরিদর্শক খন্দকার সাইফুদ্দিন পলাতক রয়েছেন।
এর আগে সোমবার (৩০ জুলাই) রাতে সাইফুদ্দিনের ভাড়া বাসা থেকে ১৪ হাজার ১০০ পিস ইয়াবা এক ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব। নগদ দুই লাখ ৩১ হাজার টাকাও জব্দ করা হয়। বিক্রির উদ্দেশ্যে সাইফুদ্দিন ওই বাসায় ইয়াবাগুলো মজুদ করেছিলেন বলে ধারণা করে পুলিশ। পরে ওই ঘটনায় বিকালে বাকলিয়া থানায় সাইফুদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপপরিদর্শক সাইফুদ্দিনের নামে ফৌজদারি মামলা দায়ের হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিষয়টি তদন্তে আমরা তিন সদস্যের একটি কমিটি গঠন করেছি। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ফৌজদারি আইনে তার মামলা প্রক্রিয়া চলমান থাকবে।’
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সহকারী কমিশনার (চকবাজার) নভেল চাকমাকে প্রধান করে তদন্ত কমিটিতে দুই থানার দুই পরিদর্শককে সদস্য করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন এবং চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আরিফ হোসাইন।
নগরীর বাকলিয়া থানাধীন হাফেজ নগরের হাজী গোফরান উদ্দিন মুন্সীবাড়ি এলাকার ওই বাসাটি সাইফুদ্দিন ভাড়া নিয়েছিলেন। সোমবার রাতে ওই বাসা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, ‘পুলিশের উপপরিদর্শক সাইফুদ্দিন বাসাটি ভাড়া নিয়ে সেখান থেকে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ও নগদ দুই লাখ ৩১ হাজিার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ওই বাসার পাহারাদার সাইফুদ্দিনের সহযোগী নাজিম উদ্দিন মিল্লাতকে গ্রেফতার করা হয়।’
তিনি আরও বলেন, ‘ইয়াবা ব্যবসা পরিচালনার জন্য সাইফুদ্দিন বাসাটি ভাড়া নিয়েছিল। অভিযানের সময় তাকে ওই বাসায় পাওয়া যায়নি। সে তার পরিবার নিয়ে অন্য আরেকটি বাসায় ভাড়া থাকে। আমরা ওই বাসাতেও অভিযান পরিচালনা করেছি। সেখানে তাকে পাওয়া যায়নি।’
Powered by : Oline IT