রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতাকারী পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে তিনজনের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) বেলা ১২টায় রাজশাহীর গভ. ল্যাবরেটরি হাইস্কুলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম।
তিনি বলেন, ‘নির্বাচনে আট ভাগের এক ভাগ ভোটের কম পাওয়ায় তিন প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম (হাত পাখা), গণমঞ্চ ও গণসংহতি আন্দোলনের অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ (হাতি) ও বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান (কাঁঠাল)। রাজশাহী সিটিতে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ৩১ হাজার ৩৬০টি ভোট। ওই তিন প্রার্থীর কেউই এই সংখ্যক ভোট পাননি। এসব প্রার্থী ২০ হাজার টাকা করে জামানত হারিয়েছেন। সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা অনুযায়ী, ৫ লাখের কম ভোটার সংখ্যা হওয়ায় প্রার্থীদের ২০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।’
রাসিক নির্বাচনে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণা অনুযায়ী, ৭৮.৮৬ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে মোট ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ২ লাখ ৫০ হাজার ৮৮১ জন ভোটার।’
Powered by : Oline IT