বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘নির্বাচন হবে চলতি বছরের ডিসেম্বরের যেকোনও দিন। বর্তমান সরকারের অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সাব-কমিটি দ্বারা গঠিত নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে। তফসিল ঘোষণার পর তিন মাস বর্তমান সরকার রুটিন ওয়ার্ক করবে।’
মঙ্গলবার (৩১ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সম্প্রতি বাণিজ্যমন্ত্রীর জাপান সফর অবগত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপির সঙ্গে সংলাপের কোনও সম্ভাবনা আমি দেখি না। শর্ত দিয়ে সংলাপে বসানোর মতো কোনও অবস্থায় বিএনপি নেই। সংলাপের প্রস্তাব আমরা যখন দিয়েছিলাম তখন তারা জ্বালাও-পোড়াও আন্দোলন করেছে, সংলাপে আসেনি।’
তিনি আরও বলেন, ‘ চলতি ডিসেম্বরে যে নির্বাচন হবে তাতে অংশ নেওয়ার জন্য বিএনপির সামনে দরজা খোলা আছে। ২০১৪ সালের নির্বাচনে না এসে বিএনপির করুণ পরিণতি হয়েছে। এই নির্বাচনে না এলে তারা আরও করুণ অবস্থায় পড়বে। বিএনপি নামক দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে। ২০১৪ সালে নির্বাচনে না আসার কারণে আজ তারা ক্ষমতায়ও নেই, বিরোধী দলেও নেই, রাজপথের আন্দোলনেও নেই।’
Powered by : Oline IT