আইএলও’র (ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন) শর্ত অনুযায়ী শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। মঙ্গলবার (৩১ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রীর নিজ দফতরে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের লভ্যাংশের এককোটি ১৮ লাখ ৯১৮ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অর্থ শ্রমিকদের কাছে সরাসরি পৌঁছানোর লক্ষ্যে রূপালি ব্যাংকের ‘শিওর ক্যাশ’র সঙ্গে এমওইউ স্বাক্ষর করে শ্রম মন্ত্রণালয়।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আইএলও’র শর্ত অনুযায়ী শ্রম আইন সংশোধনের পাশাপাশি নতুন করে ইপিজেড শ্রম আইন প্রণয়ন করা হচ্ছে। দু’টি আইনের খসড়াই চূড়ান্ত। আগামী (আগস্ট) মাসে মন্ত্রিসভায় এগুলো উপস্থাপন করা হবে। সব কিছু ঠিক থাকলে সংসদের আগামী অধিবেশনে আইন দু’টি পাস হতে পারে। এ আইন দু’টি পাস হলে দেশের সব কারখানায় ৩০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ শ্রমিকের সমর্থন নিয়ে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে।
Powered by : Oline IT