বগুড়ার শিবগঞ্জে দুই ব্যক্তিকে সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা রবিবার বিকালে তাদের মোকামতলা বাজার থেকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, মোবাইল ফোন, কম্পিউটার সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রতারকরা হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের মৃত কলিম উদ্দিন খোকার ছেলে সাইদুল প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে রায়হান প্রামাণিক (২৫)।
রবিবার বিকালে র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, প্রতারকচক্রের সদস্য সাইদুল ও রায়হান সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে দীর্ঘদিন ধরে জনগণের সাথে প্রতারণা করে আসছিল। সম্প্রতি তারা শিবগঞ্জ উপজেলার জনগন্নাথপুর গ্রামের নজরুল ইসলাম ও দেউলী গ্রামের জহুরুল ইসলামকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছে ২৫ লাখ টাদা দাবি করে। টাকা দেওয়ার পর প্রতারকরা তাদের নিয়োগপত্র দেয়। পরে জানা যায় নিয়োগপত্র ভুয়া। এরপর তারা র্যাব-১২ ক্যাম্পে খবর দিলে রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে মোকামতলা বাজার থেকে প্রতারক রায়হান ও সাইদুলকে গ্রেফতার করে র্যাব। তাদের কাছে ভুয়া নিয়োগপত্র, মোবাইল ফোন, কম্পিউটার সামগ্রী ও নগদ টাকা পাওয়া গেছে। তাদের শিবগঞ্জ থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।
Powered by : Oline IT