বেনাপোল প্রতিনিধি || যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘ওয়াক আপ যশোর’ ‘দক্ষতা বৃদ্ধির’ লক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে শার্শা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় শার্শা ও ঝিকরগাছা উপজেলার চারশত স্কুল কলেজের শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বক্তব্য রাখেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরি হাফিজুর রহমান, অনুষ্টানের উদ্যোক্তা সানজিদা আইরিন বর্ষা। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান ও আলেয়া ফেরদৌস।
কর্মশালা পরিচালনা করেন, টেন মিনিট স্কুলের প্রশিক্ষক আইমান সাদিক, প্রধান প্রশিক্ষক সাকিব বিন রাসিদ, আজিজুল কাদের ও নাজমি জান্নাত। অনুষ্টানে ব্যান্ড সংগীত পরিবেশন করেন ‘তীরন্দাজ ব্যান্ডের’ ইমরান হোসেন ও তার দল।
Powered by : Oline IT