নিজস্ব প্রতিনিধি, হাটহাজারীঃ হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের শত বছরের ধোপার দীঘি কৌশলে ভরাট করে স্থপনা নির্মাণ করার সময় কাজ বন্ধ করলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী।
পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের কোন অনুমতি না নিয়ে দীঘিটি ভরাট করায় সোমবার(৮ জানুযারী)বিকালে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ নির্মাণকাজ বন্ধ করেন।এ সময় উক্ত স্থান থেকে বেশ কিছু লোহার রড়,গাছের খুঁটি জব্দ করে চিকনদন্ডি ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়।
সুত্রে জানা যায়, চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়ক সংলগ্ন নন্দীর হাট বাজারের দক্ষীণে প্রায় বিশাল ঐতিহ্যবাহী ধোপার দীঘিটি প্রায় দশ বছর আগে মাটি দিয়ে ভরাট করে তিনভাগে বিভক্ত করে তিনটি পুকুর করে দীঘির মালিকরা।
তখন স্থানিয় ও জাতীয় অনেক পত্রিকায় লেখালেখির কারনে ও প্রশাসনের হস্তক্ষেপে ভরাট কাজ বন্ধ করা হয়। তবে গত ৮/১০ দিন ধরে দীঘির মাজকানে বর্তমানে(পুকুরটি)সেচ করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করছে চিকনদন্ডি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. ইকবাল।
দীঘি ভরাট করে স্থপনা নির্মাণ করার খবর পেয়ে সোমবার বিকাল তিনটায় হাটহাজারী ইউএনও পুলিশ নিয়ে নির্মাণ কাজ বন্ধ করেদেন।
এ সময় তার সাথে ছিলেন হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) এসআর আরমান শাকিল, চিকনদন্ডি ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, হাটহাজারী মডেল থানার এসআই নিমাই চন্দ্র।
Powered by : Oline IT