রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৯ জানুয়ারি) দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সমিতি বাজার এলাকায় একটি বাসার শোবার ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারণা করছে, রিকশাচালক রনি তার স্ত্রী ও শ্যালিকাকে খুন করেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শীল দে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় বড় বোনের স্বামী রিকশাচালক রনিকে আটক করেছে পুলিশ।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
তিনি আরও জানান, নিহত দুই বোনের নাম ইয়াসমিন ও শিমু। ইয়াসমিন রিকশাচালক রনির স্ত্রী। ইয়াসমিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শিমুকে গলা টিপে হত্যা করা হয় হয়েছে বলে মনে হচ্ছে।
Powered by : Oline IT