আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়িঃ স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তুলে এবং সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে খাগড়াছড়িতে স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। টাউন হলের সামনে থেকে বের হওয়া র্যালীটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমীতে সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক প্রীতি কুসুম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মো: চাহেল তস্তরী । বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজ শ্রীলা তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল।
বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ম্যানেজার মো: আব্দুল গাফফার, ট্রাষ্ট ব্যাংকের ম্যানেজার মো: নিয়াজের রহমান ও অগ্রনী ব্যাংকের এজিএম অজয় কুমার চৌধুরী।
অনুষ্ঠানে জানানো হয়, মাত্র ১০টাকা দিয়ে ৬ থেকে ১৭ বছরের যে কোন স্কুল ছাত্রী ব্যাংক একাউন্ট খুলতে পারবে। এ একাউন্টে বৃত্তি টাকাসহ যে কোন পরিমাণ টাকা জমা করা, স্কুলের বেতন পরিশোধ করাসহ সব ধরনের লেদদেন করা যাবে। হিসাবটি সব ধরনের সার্ভিস চার্জমুক্ত।
অনুষ্ঠানে জানানো হয়, খাগড়াছড়িতে ইতোমধ্যে বিভিন্ন ব্যাংকে স্কুল ছাত্র ছাত্রীরা ১৯০১টি হিসাবের বিপরীতে ১ কোটি ৯ লক্ষ ৬৮ হাজার টাকা জমা করেছে।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রী, তাদের অভিভাবক, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Powered by : Oline IT