কক্সবাজারের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে বিদেশি মদসহ মিয়ানমারের পাঁচ নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে সেন্টমার্টিন এলাকায় সমুদ্রে অভিযান চালিয়ে মদসহ তাদের আটক করা হয়। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার আরিফুল জামান।
আটক ব্যক্তিরা হলো– মিয়ানমারের আকিয়াবের বাসিন্দা সাদেক, আইয়ুব, ইউনুছ, কবির ও সাদেক।
টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরিফুল জামান জানান, মিয়ানমার থেকে কয়েকজন মাদককারবারিকে নৌকাযোগে বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক হলে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ২শ’ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় নৌকাসহ ওই পাঁচ মিয়ানমার নাগরিককে আটক করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা বনদস্যু, ডাকাতি দমন ও মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রেখেছে।
Powered by : Oline IT