পুলিশের বিশেষ অভিযানে সাতক্ষীরা জেলায় জামায়াতের একজন কর্মীসহ ৬৬ জনকে আটক করা হয়েছে। সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী এই অভিযানে সোমবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য।
আটককৃতদের মধ্যে রয়েছেন- সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ১১ জন, তালা থানার ছয়জন, কালীগঞ্জ থানার ১০ জন, শ্যামনগর থানার ১২ জন, আশাশুনি থানার সাতজন, দেবহাটা থানার দুইজন, পাটকেলঘাটা থানার চারজন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এছাড়া এ সময় বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা দায়ের করা হয়েছে।
Powered by : Oline IT