সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব কিছু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনায় যোগ দিয়ে তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হয়। আমাদের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে যাচ্ছে।
“আমাদের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র, শিক্ষা দীক্ষা-সব কিছু আন্তর্জাতিক মানের হতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা আর সেই সাথে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক বাহিনী হিসাবে গড়ে তুলতে যা যা প্রয়োজন, আমরা তা করব।”
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে সশস্ত্র বাহিনী আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে। সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে হবে।”
প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে গিয়ে পৌঁছালে তিন বাহিনী প্রধান তাকে স্বাগত জানান। জাতীয় সংগীতের পর সশস্ত্র বাহিনীর সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।
Powered by : Oline IT