ক্ষমতাসীন সরকার মানুষকে ধোঁকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এই সরকার শীতার্ত মানুষের জন্য কিছুই করেনি। তারা ঘরের মধ্যে বন্দি হয়ে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ঘর থেকে বের হন না। মানুষের প্রতি দরদ থাকলে প্রধানমন্ত্রী ঘর থেকে বের হয়ে দেখতেন মানুষ কত কষ্টে আছেন। মানুষ হাসপাতলে বেড পায় না, অক্সিজেন পায় না, ধুঁকতে ধুঁকতে মারা যাচ্ছে।’
শনিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর রায়সাবাজার মোড়ে ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের আগে রিজভী এসব কথা বলেন। এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘মানুষের জীবন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। নিরাপত্তা দিতে পারছে না। আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে লুটপাটে ব্যস্ত। করোনা থেকে মুক্ত হওয়ার জন্য সরকার টিকা দেওয়ার কথা বলছে। এই টিকায় মানুষ বাঁচবে কি বাঁচবে না, তা নিশ্চিত নয়। আমরা আগেই বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগে টিকা নিন, কিন্তু তারা কেউ নেননি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বলা হয়েছে, ভারতের এই টিকা বাংলাদেশে টেস্ট করার জন্য দেওয়া হয়েছে। এই টিকা দেওয়ার পর মানুষ বাঁচে না মরে তা দেখার জন্য। এই টিকা শুরু করেছে একজন নার্সকে দিয়ে। পৃথিবীর অন্যান্য দেশে এই কাজটি করা হয়নি। আমেরিকায় টিকা নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন, তুরস্কের প্রেসিডেন্ট প্রথম টিকা নিয়েছেন। এই কারণে এদের দৃষ্টান্ত করে দেখে মানুষ।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এই সরকার নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে। আপনি ভোট দিতে যাবেন, আপনার ভোটার আইডি কার্ড আছে, কিন্তু গিয়ে দেখবেন ভোট দেওয়া হয়ে গেছে। একটি ইভিএম মেশিন তৈরি করেছে ভোট চুরি করার জন্য। এই জালিয়াতির মেশিনে আপনি ধানের শীষে চাপ দেবেন নৌকায় চলে যাবে। এই সরকার কারসাজি ও জালিয়াতি ও ধোঁকাবাজ সরকার।’
Powered by : Oline IT