নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় গমেদা বেওয়া (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মমতাজ উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তি।
আজ রবিবার সকালে উপজেলার নওপাড়া-বিলমাড়ীয়া সড়কের পালপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত গমেদা বেগম উপজেলার নাগশোষা গ্রামের মৃত কেরামত সরকারের স্ত্রী ও বিলমাড়ীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেকের মা। আহত মমতাজ উদ্দিন একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সকালে একটি বালিবোঝাই ট্রাক নওপাড়া-বিলমাড়ীয়া সড়কের পালপাড়া নামক স্থানে গমেদা বেওয়া ধাক্কা দিলে আহত হন গমেদা বেওয়া। তাকে উদ্ধার করে লালপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মমতাজরম লালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Powered by : Oline IT