বান্দরবানের লামা উপজেলায় চোলাই মদ ও গাজাসহ গীতা রানী শীল (৫৬) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার আজিজনগর ইউনিয়নের হেডম্যান পাড়া থেকে ১৪ লিটার মদ ও ১ কেজি গাজাসহ তাকে আটক করা হয়। আটক গীতা রানী শীল হেডম্যান পাড়ার বাসিন্দা মৃত অরুপ কান্তি শীলের স্ত্রী।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গীতা রাণী শীল এলাকায় মদ ও গাজার ব্যবসা করে আসছে; এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে স্থানীয় পুলিশ ক্যাম্প ইনচার্জ ফরিদুল আলমের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা তার বসতঘরে তল্লাশি চালিয়ে দেশীয় চোলাই মদ ও ১ কেজি গাজা উদ্ধার করেন। এ সময় মদ ও গাজা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে গীতা রানী শীলকে আটক করেন তারা। পরে আটককৃতকে লামা থানায় সোপর্দ করে আজিজনগর পুলিশ।
লামা থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক গীতা রানী শীলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Powered by : Oline IT