কক্সবাজার: কক্সবাজারের দ্বীপ এলাকা মহেশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী ও ১২ মামলার আসামি মোকাররম হোসেন জাম্বু (৩৮) র্যাবের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছেন।
রোববার বিকেলে মহেশখালীর দুর্গম সোনাদিয়া দ্বীপে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন র্যাবের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী জাম্বুকে গ্রেফতারের জন্য গেলে তাদের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। প্রায় আধা ঘণ্টা গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে জাম্বুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৪৪টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ২১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান মিমতানুর রহমান।
Powered by : Oline IT