সিটিজি জার্নাল নিউজঃ আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের আইন, নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কেবল একটি দেশের উন্নয়ন হতে পারে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, রাষ্ট্রের এই তিনটি অঙ্গের মধ্যে সমন্বয় না হলে দেশের উন্নয়ন হয় না।
রবিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল অফিসের সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্য দেওয়ার আগে প্রধান বিচারপতি তার বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্ব ও আত্মত্যাগের ফসল আজকের বাংলাদেশ।’
একে/এম
Powered by : Oline IT