রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, আনন্দ শোভাযাত্রা, কেক কাটার মধ্যে দিয়ে জন্মদিন পালন করেছে দলটির নেতাকর্মীরা।
দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম জিকু ও মোঃ শাহ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামাল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Powered by : Oline IT