জেলার রামগড়ে ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে রামগড় বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য একেএম আলীম উল্লাহ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, রামগড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুন্নবী, খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শাহআলম মজুমদার, উপজেলা ভাইচ চেয়ারম্যান মো: আবদুল কাদের প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ঘরে ঘরে চাকরী দেয়া বর্তমান সরকারের একটি নির্বাচনী ইশতিহার ছিল তারই আলোকে আজকের ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর সফল বাস্তবায়ন। জেলার দুটি উপজেলায় এই কর্মসূচী চলার কারনে কয়েকশ যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আগামীতে অন্যান্য উপজেলাকেও এই কর্মসূচীর আওতায় আনা হবে।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্বে রামগড় উপজেলার ১৭৬ জন সফল প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে ১৮ সদস্যদের কমিটির মাধ্যমে গত ৬ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্য, সেনিটেশন, কৃষি, দুর্যোগসহ ১০টি বিষয়ের উপর তাঁদের তিনমাস ব্যাপি মৌলিক প্রশিক্ষন দেয়া হয়। এর আগে স্থানীয় সংসদ সদস্য রামগড়ের গর্জনতলী জামে মসজিদ, জগন্নাথপাড়া ব্রীজ ও রামগড় লেকে উম্মুক্ত মঞ্চ নির্মাণের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন।
Powered by : Oline IT