মোঃ জামাল হোসেন, বেনাপোল || যশোরের শার্শায় বাবুল হোসেন (৪০) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার কাশিপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক বাবুল হোসেন কাশিপুর গ্রামের মৃত ফজের আলীর ছেলে।
গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ লুৎফর রহমান জানান, ২০১৭ সালের আগস্ট মাসে মাদক মামলায় যশোর আদালত তাকে দুই বছরের সাজা প্রদান করে। সেই থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সে কাশিপুর বাজারে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে বাবুলকে আটক করে। আটক বাবুলকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
Powered by : Oline IT