জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. টিটু (২২) নামের এক ভটভটিচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহের ঝিনাই সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত টিটুর বাড়ি মেলান্দহ উপজেলার শ্যামপুরের মেঘারবাড়ী গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভটভটিচালক টিটু শ্যামপুর থেকে ভটভটি চালিয়ে জামালপুরের দিকে যাচ্ছিল। আজ ভোর ৬টার দিকে ঝিনাই সেতু এলাকায় পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-উ-১২১৩৫৬) তার ভটভটি গাড়িটিকে ধাক্কা দিলে ভটভটিচালক টিটু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ ট্রাকটি আটক করেছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এর চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত টিটুর লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Powered by : Oline IT