বরিশালে মৎস বিভাগ ও বন্দর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে। মঙ্গলবার হিজলা উপজেলার ধুলখোলা সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসময় ২০ কেজি জাটকা ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে জব্দ জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়। জালগুলো মামলার আলামত হিসাবে নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
বরিশাল জেলা মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বরিশাল নদী বন্দর থানা পুলিশ ও মৎস বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরে মঙ্গলবার রাতে বরিশাল জেলা মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাদী হয়ে মৎস আইনের ৪(ক) ধারায় আটককৃতদের বিরুদ্ধে বরিশালের হিজলা থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা হিজলা থানার এস আই সুজিত কুমার জানান, বুধবারে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃতরা হলেন, মো.মোজাম্মেল হাওলাদার, মো. বেলাল দেওয়ান, মো. শহীদ মুন্সী, মো. কবির মোল্লা, মো. জসিম উদ্দিন, মো. বাহা উদ্দিন, ইব্রাহিম বেপারি, সাহেব আলী আকন, মো. দুলাল দর্জি, মো. জাকির খান, মো. নাগর সরদার, মো. আলাউদ্দিন মাঝি, আ. গনি মাঝি, মো. বাহাউদ্দিন মাতবর, মো. কবির মাঝি, মো. আলিম বেপারি, মো. মাইদুল ইসলাম হাওলাদার, মো. জাকির হোসেন, মো. মোস্তফা খাঁন, মো. রুবেল ইসলাম রাঢ়ী, মো. মিলন রাঢ়ী, মো. জাকির হোসেন আকন, মো. আইয়ুব আলী আকন, মো. নাছির রাঢ়ী, মো. মনির শাহ, মো. আলাউদ্দিন তালুকদার, মো. আক্তার জমাদ্দার, মো. হোসেন, মো. মতিন, মো. জাফর, জয়নাল এবং মো. ইমরান ফরাজী। এরা বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা।
Powered by : Oline IT