পুরাতন পাওয়ার লুম ঘোষণার আড়ালে দক্ষিণ কোরিয়া থেকে আনা বিপুল পরিমাণ পুরাতন সার্কিট ব্রেকারসহ প্রসাধনী সামগ্রী জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। গোপন সংবাদ পেয়ে রবিবার (৭ ফেব্রুয়ারি) কাস্টম হাউস চট্টগ্রামের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম চালানটি জব্দ করে।
কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এআইআর শাখা) রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের রেয়াতি সুবিধার আওতায় নারায়ণগঞ্জের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সোহেল টেক্সটাইল দক্ষিণ কোরিয়া থেকে পুরাতন পাওয়ার লুম ঘোষণায় তিন কন্টেইনার পণ্য আমদানি করে। ৬৯ হাজার ৫৬৯ কেজি ওজনের এই চালানটি খালাসের জন্য গত ১৭ জানুয়ারি আমদানিকারকের মনোনিত সিঅ্যান্ডএফ প্রতিনিধি মল্লিকা ট্রেডার্স কাস্টমস হাউসে বিল অব এন্ট্রি (বি/ই নং- ১০২২১৫) দাখিল করেন। গোপন সংবাদের ভিত্তিতে কন্টেইনারসমূহ জব্দ করে কাস্টম হাউস চট্টগ্রামের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে পরীক্ষায় চালানটিতে পুরাতন আমদানি নিষিদ্ধ প্রায় ৩০ হাজার ৮৫০ কেজি সার্কিট ব্রেকার ও উচ্চ শুল্কের বিভিন্ন প্রকার কসমেটিক সাবান, শ্যাম্পু, বডি লোশন, ফেস ক্রিম, শাওয়ার জেল, পর্দার কাপড় ইত্যাদি পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘আমদানকারক প্রতিষ্ঠান রেয়াতি সুবিধায় সেকেন্ড হ্যান্ড পাওয়ার লুম আমদানির ঘোষণা দিয়ে ঘোষণাবহির্ভূত ও আমদানি নিষিদ্ধ পণ্য আমদানি করায় পণ্যগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলমান। মিথ্যা ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের পণ্য আমদানি করায় কাস্টম আইন ও বিধি মোতাবেক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে।’
Powered by : Oline IT