আবদুল মান্নান, মানিকছড়ি: ২৩ ডিসেম্বর শনিবার দেশব্যাপি অনুষ্টিত হলো জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের ২য় রাউন্ড। এবার মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও ১০৩টি টিকাদান কেন্দ্রে একযোগে প্রায় ১৩ সহ¯্রাধিক শিশুকে ভিটামিন‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা এ কর্মসূচী পালিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়ার উপস্থিতিতে এ কর্মসূচী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ম্্রাগ্য মারমা।
এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার,অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দীন খান, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক ও মো. রফিকুল ইসলাম বাবুল প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল।পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া জানান, শনিবার সকালে ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তৃণমুলের ১০৩টি টিকাদান কেন্দ্রে একযোগে ৬-১১ মাস বয়সী ১ হাজার ২ শত ৪৪ জন শিশুকে নীল বড়ি এবং ১২-৫৯ মাস বয়সী ১২ হাজার ২শত ৭৭ জনকে লাল বড়ি (ক্যাপসুল)খাওয়ানো হয়েছে।
Powered by : Oline IT