আবদুল মান্নান, মানিকছড়ি : মানিকছড়ি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী ইউসিসিএ লি.এর নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আকতার হোসেন ভূঁইয়াকে বরণ ও বিদায়ী চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেন এর বিদায় উপলক্ষে অফিসার্স ক্লাবে অনুষ্টিত হয়েছে বিদায় ও বরণ অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ এর সভাপতিত্বে এবং ইউসিসিএ লি. এর প্রধান পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চলনায় অনুষ্টিত বিদায় ও বরণ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মোহন, অফিসার ইনচার্জ আমির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সফিউল আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা এস.এম রবিউল ফারুক, মো. মহি উদ্দীন মুকুল, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ রমজান আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান,ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক চহ্লপ্রু মারমা নিলয়, ইউপি সদস্য মোঃ ইদ্রিস ইসলাম বাচ্চু, মোঃ কামাল হোসেন,যুবলীগ নেতা মোঃ হানিফসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মধ্যাহ্ন ভোজের পর সকলের উপস্থিতিতে নবাগত ইউসিসিএ লি. চেয়ারম্যান মোঃ আকতার হোসেনকে বরণ এবং সাবেক চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেনকে ফুল দিয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায় জানানো হয়।
Powered by : Oline IT