সিটিজি জার্নাল নিউজঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির নেত্রী আদালত মানেন না, বিচার মানেন না, সংবিধান মানেন না। বিএনপি জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। বিএনপি-জামায়াত আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করেছেন। গণতান্ত্রিক নির্বাচনের সঠিক কোনো রূপরেখা তিনি আজও দিতে পারেননি। তার দুর্নীতির মামলার বিচার করছেন আদালত, রায়ও দেবেন।
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের বিচার চলছে। আদালতের নিয়মেই বিচার হচ্ছে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আদালত আইনের গতিতেই খালেদার বিচার করবে। আদালতের বিচার পক্ষে থাকলে ভালো, বিপক্ষে গেলেই খারাপ।
অনুষ্ঠানে অনন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাসেল মিয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফি উদ্দীন শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।
একে/এম
Powered by : Oline IT