বুধবার (৩ মার্চ) চট্টগ্রামের চতুর্থ মহানগর অতিরিক্ত দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এই রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন—হাটহাজারী উপজেলার মনসুর (২৫), মো. তৈয়ব প্রকাশ রানা (২৪), মো. ইসহাক ও ফটিকছড়ি উপজেলার মো. ইয়াছিন (২৭)। রায় ঘোষণার সময় ইয়াছিন ছাড়া বাকি তিন আসামি পলাতক ছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নোমান চৌধুরী বলেন, ‘নিহত পারভীন আক্তারের ভাসুর শুক্কুরের সঙ্গে শত্রুতার কারণে প্রতিশোধের জন্য টাকা যোগাড় করতে লুটের পরিকল্পনার অংশ নেন দণ্ডিত চার যুবক। ২০১৬ সালের ৫ মার্চ রাতে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার জয়নব ভিলার তৃতীয় তলায় বাসায় ডুকে প্রবাসী নুরুল আলমের স্ত্রী পারভীন আক্তারকে খুন করার পাশাপাশি স্বর্ণালংকার লুটপাট করা হয়। এঘটনায় নিহতের স্বামী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ ইয়াছিন ও মো. মনসুরকে গ্রেপ্তার করার পর তাদের থেকে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করে। এরপর মো. আবু তৈয়ব ওরফে রানাকেও গ্রেপ্তার করা হয়। তবে ইসহাক শুরু থেকে পলাতক রয়েছে।’
অতিরিক্ত পিপি নোমান চৌধুরী আরও বলেন, ‘দণ্ডিত আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ৫ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। তাদের মধ্যে গ্রেপ্তার তিনজনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মোট ২৯ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের কাছে প্রত্যেকের বিরুদ্ধে হত্যা ও দস্যুতার অভিযোগ প্রমাণ করতে পারায় প্রত্যেককে পৃথক ধারায় মৃত্যুদণ্ড ও যাবজ্জবীন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।’
Powered by : Oline IT