সিটিজি জার্নাল নিউজঃ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় মোতালেব (২৭) নামে এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। বুধবার (০৩ জানুয়ারি) ওই এলাকার স্বাধীনতা পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় রমজান আলী (৫০) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন বলে তিনি জানান।
নিহত মোতালেব ভোলা জেলার লালমোহন শরতোতা এলাকার বাসিন্দা তাজুল ইসলামের ছেলে।
আলাউদ্দিন তালুকদার বলেন, ‘১০ রুটের একটি বাস পেছন থেকে এসে ধাক্কা দিলে মোতালেব ও রমজান আলী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন। রমজান আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকামুক্ত।
একে/এম
Powered by : Oline IT