মো.আবুল বশর নয়ন, বান্দরবানঃ বান্দরবানে খ্রিস্টান সম্প্রদায়ের প্রাক-বড়দিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে কেক কেটে বড়দিন উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেনাবাহিনীর ৬৯ রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, ধর্ম যার যার। উৎসব কিন্তু সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকায় বান্দরবানের আনাচে-কানাচে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন সম্ভব হচ্ছে। উন্নয়নের স্বার্থে সকল সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মাধ্যমে অর্থনৈতিক ভাবেও অগ্রসর হচ্ছে পার্বত্যাঞ্চল।
Powered by : Oline IT