বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে বাসষ্টেশান এলাকার বায়তুল শরফ মসজিদ মার্কেট এ বিদ্যুতের শটসার্কিটের আগুনে বেলাল এন্টারপ্রাইজ নামে একটি কুলিং কর্ণার সম্পূর্ন আগুনে পুড়ে গেছে।বৃহস্পতিবার দিবাগত রাতে বিদ্যুতের শটসার্কিটের আগুনে দোকানের মালামাল পুড়ে যায়। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে বেলাল এন্টারপ্রাইজ এর বেলাল উদ্দিন জানান,রাতে দোকান বন্ধ করে আমি বাসায় চলে যাই,পরে আমাকে ফোন করে জানানো হয় আমার দোকানে আগুন লেগেছে,সাথে সাথে আমি দোকানে ছুটে যায় এবং গিয়ে দেখি দোকানে প্রচুর ধোয়া আর আগুন।
অগ্নিকান্ডে আমার ৩টি ফ্রিজ, ১টি কফি মেশিন, ১০টি চেয়ারসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বলে জানান তিনি।অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,৯নং ওয়ার্ড এর কাউন্সিলর মো: আবুল কালামসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সমবেদনা জ্ঞাপন করেছে।#
Powered by : Oline IT