১৪ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বাকলিয়া সরকারি কলেজ এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। বুধবার (৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের মাননীয় পরিচালক প্রফেসর হোসেন আহমদ আরিফ এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবেলিটিজ (National Academy for Autism and Neurodevelopmental Disabilites) সংক্ষেপে NAAND এর অধ্যক্ষ প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজ চট্টগ্রাম এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডঃ সুদীপা দত্ত এবং প্রধান আলোচক এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ এর ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান যিনি অটিজমের উপর দেশ /বিদেশে প্রশিক্ষন প্রাপ্ত প্রফেসর মোহাম্মদ আবুল হোসাইন। সভায় সভাপতিত্ব করেন এবং সার্বিক পরিকল্পনা ও দিক নির্দেশনা দেন বাকলিয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ জসীম উদ্দীন খান।
সভায় দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জামাল উদ্দীন আহমদ বক্তব্য প্রদান করেন। সঞ্চালনায় ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ জাহিদ উদ্দিন সুলতান। সভায় বাকলিয়া সরকারি কলেজ এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ভার্চুয়াল আলোচনায় যোগদেন।
সভায় বক্তারা অটিজমের উপর সচেতনতা বৃদ্ধি ও অটিজম আক্রান্ত ব্যক্তি ও পরিবারের আরও সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি
Powered by : Oline IT