যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে কীভাবে আরও ঘনিষ্ট হয়ে কাজ করা যায়, সে বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। রোহিঙ্গা সমস্যা, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব,বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনা,বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)পররাষ্টমন্ত্রী ও রাষ্ট্রদূত আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন রোহিঙ্গা ইস্যুতে সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূতকে বলেন, ‘প্রত্যাবাসন বাংলাদেশের সবচেয়ে বড় অগ্রাধিকার।’ জবাবে রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, ‘এ বিষয়ে যুক্তরাষ্ট্র সবসময় সোচ্চার থাকবে।’
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যুক্তরাষ্ট্র থেকে উচ্চপদস্থ কর্মকর্তার ঢাকায় আগমনের সম্ভাবনা রয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ট করার জন্য এটাই উপযুক্ত সময়।’
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘শেয়ার আমেরিকা ওয়েবপেজের’ বাংলা ভার্সন উদ্বোধন করা হয়। মার্কিন রাষ্ট্রদূত এই ওয়েবসাইটটি উদ্বোধন করেন।
Powered by : Oline IT