বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে জাটকাসহ চারজনকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০মন জাটকা উদ্ধার করা হয়। আজ বুধবার সকালে সদর উপজেলার তালতলী সংলগ্ন নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ-বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ ফকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাটকাসহ আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা।
Powered by : Oline IT