জামালপুরের বকশীগঞ্জে বজ্রাঘাতে আনোয়ারুল (২২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আতিক নামে অপর এক কৃষক।
আনোয়ারুল ওই গ্রামের ইছা আলীর ছেলে।
আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাট্টাজোর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ধানখেতে পানি দিচ্ছিলেন তারা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান আনোয়ারুল। এতে আতিক হলে গুরুতর অবস্থায় তাকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।
Powered by : Oline IT