আগামী ২৯ মার্চ অনুষ্ঠেয় ফরিদপুর সদরের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজ বুধবার সদর উপজেলা পরিষদ চত্বর থেকে স্ব স্ব কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের কাছে ব্যালট বক্সসহ ভোটগ্রহণের বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিুবর রহমান বলেন, এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ ১১টি ইউনিয়ন পরিষদে মোট চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩৭ জন। সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩২৭ জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১১ ইউনিয়নে পুরুষ ভোটার এক লাখ দুই হাজার ২৫৬ জন আর নারী ভোটার রয়েছে ৯৮ হাজার ৬৪৭ জন।
নির্বাচনে ১০২টি ভোটকেন্দ্রের ৫১৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। তিনি বলেন, মোট ১০২টি কেন্দ্রের মধ্যে ৬৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য ২৫ জন পুলিশ ও আনসার সদস্য থাকবেন। আর সাধারণ কেন্দ্রগুলোতে থাকবেন ২০ জন পুলিশ ও আনসার সদস্যসহ প্রতি ইউনিয়নে এক প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র্যাব। এ ছাড়া ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পুলিশের দুটি মোবাইল টিমও মাঠে থাকবে।
Powered by : Oline IT