ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মিয়াপাড়া গ্রামের কুদ্দুস মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর (৩২), আইয়ুব আলীর ছেলে ইমরান (২২) এবং মাদারীপুরের শিবচর থানার উৎরাইল গ্রামের মৃত কফিল উদ্দিন ফকিরের ছেলে মো. শের আলম ফকিরকে (৩৪) সংঘবদ্ধ বিকাশ প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর।
আজ মঙ্গলবার দুপুরে নিজস্ব কার্যালয়ে এক প্রেসব্রিফিং-এ পিবিআই, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, বিল্লাল মাতুব্বর ও মো. শের আলম ফকির দুজনই বিকাশের এজেন্ট এবং ইমরান ব্যক্তিগত বিকাশ একাউন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজসে প্রতারণা করে আসছে। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে বিকাশ প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ উপায়ে টাকা হাতিয়ে নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গতকাল সোমবার সকালে গ্রেপ্তাররা বিকাশের বস সেজে ব্যবসায়িক সুবিধার প্রলোভন দেখিয়ে ফরিদপুর শহরের কমলাপুর এলাকার বিকাশ এজন্টে মো. মাহাবুবুর রহমানের কাছ থেকে ১৪ হাজার ৯৯৭ টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় মো. মাহাবুবুর রহমান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে বাদীর অভিযোগের সত্যতা পেয়ে পিবিআই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কানাই লাল সরকারের নেতৃত্বে আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে মাদারীপুরের শিবচর থেকে শের আলম ফকির এবং বিল্লাল মাতুব্বর ইমরানকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন ও দুটি সিম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলাটি তদন্তাধীন।
Powered by : Oline IT