প্রশ্নপত্র ফাঁসের কথা বলে প্রতারণা করে অর্থ আত্মসাতের চেষ্টার সঙ্গে জড়িত সাত জনকে গ্রেফতার করছে র্যাব। সোমবার বিকালে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান একথা জানান।
মুফতি মাহমুদ বলেন, ‘কোথাও প্রশ্নপত্র ফাঁস হয়নি এবার। গ্রেফতারকৃতরা মূলত প্রশ্নপত্র ফাঁসের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। গত সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।’
বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছর শুরু হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এই পরীক্ষা চলে। এ পরীক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনও খবর বা প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।
Powered by : Oline IT