মো.আবুল বশর নয়ন, বান্দরবানঃ পাহাড় কাটার দায়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২টি ডাম্পার (ট্রাক) জব্দ করা হয়েছে। তবে এ ঘটনা কাউকে আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তিতারপাড়া’সহ আশপাশের এলাকার কয়েকটি পাহাড় কেটে মাটি বিক্রির ব্যবসা চালাচ্ছে যুবলীগ নেতা মঞ্জুর আলমের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র।
প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শ্রমিক দিয়ে পাহাড় কেটে ডাম্পার ট্রাক দিয়ে ফসলী জমি ভরাট’সহ বিভিন্ন স্থানে মাটি পাচার কাজ বন্ধে পুলিশ অভিযান চালিয়ে পাচারকাজে ব্যবহৃত ২টি ডাম্পার ট্রাক জব্দ করেছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে শ্রমিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বাইশারী তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই আবু মুসা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পাহাড় কর্তনের সময় ২টি ডাম্পার গাড়ী জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস,এম সরওয়ার কামাল জানান, পাহাড় কাটার অনুমতি নেই। প্
রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পাহাড় কাটায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে পাচার কাজে ব্যবহৃত ২টি ট্রাক আটক করা হয়েছে।
Powered by : Oline IT