পানছড়ি ( খাগড়াছড়ি ) প্রতিনিধি : দারিদ্র্র পীড়িত রাষ্ট্র থেকে আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে পানছড়িতে র্যালী , দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার সকালে পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপন করেন। পরে বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালী বের হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুল মোমিন, সহ সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ সহ উপজেলা আওয়ামীলীগ ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল করা হয়। পরে কেক কেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়।
Powered by : Oline IT