স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে লেখা এক চিঠিতে জিনপিং বলেন, ‘গত পাঁচ দশকে কর্মঠ ও আত্মনির্ভরশীল জনগণ বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি করেছে। এর ফলে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে।’
বৃহস্পতিবার ঢাকায় চীনের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ও চীন ঘনিষ্ট প্রতিবেশী ও বন্ধু উল্লেখ করে চিঠিতে শি জিনপিং বলেন, ‘‘সাম্প্রতিক বছরগুলোতে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অধীনে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। উভয় দেশ একসঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা করার মধ্য দিয়ে এই সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে।’’
চীনের প্রেসিডেন্ট বলেন, ‘উন্নয়ন কৌশল আরও দৃঢ় করতে এবং বাংলাদেশ-চীন কৌশলগত সম্পর্ক ব্যবহার করে নতুন ফলাফল পেতে আমি কাজ করতে প্রস্তুত।’
এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কেসিয়াং ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পৃথক দুটি বার্তা পাঠিয়েছেন।
Powered by : Oline IT