চট্টগ্রাম নগরীর অলংকার শপিং কমপ্লেক্স থেকে পাইরেসি করা বাংলাদেশি সিনেমা ও পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৩১ মার্চ) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১৫টি কম্পিউটারের মনিটর ও ছয়টি ল্যাপটপ জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. গিয়াস উদ্দিন মিঠু (৩০), জয়লাপ (২০), রিমন (২২), মো. ফয়েজ আহমদ (২৭), মো. নিজাম উদ্দিন (২৭), মো. ফাইজুল ইসলাম সুমন (২৮), মো. নয়ন (২৯), মো. টিপু (২৬), মো. শাহালিব (৪৫), মো. আবদুর রহমান (২২), মো. সোহাগ হোসেন (২৬), মো. মাসুদ রানা (২৯), মো. নজরুল ইসলাম ফয়েজ (২৩), বিমল মিত্র (৪৭), মাহবুবুর রহমান (৩১), মো. শুভ (২০), মো. জাহিদুল হাসান রনি (২৪) ও মো. আলাউদ্দিন (২৬)।
মিমতানুর রহমান বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে উঠতি বয়সী তরুণ-তরুণীদের কাছে অশ্লীল ভিডিও বিতরণ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নিতে তাদের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
Powered by : Oline IT