দেশে যে ভয়াবহ জুলুম নির্যাতন চলছে তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। শুক্রবার (৩০ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর আয়োজিত ওলামা-সুধী সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘হিম্মত নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। জনগণকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। গুম-খুন-হত্যা-ধর্ষণ, জেল- জুলুমের অবসানের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের পাশাপাশি আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতে হবে।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার এখন আতঙ্কিত। তাই তারা বিরোধী দলকে মিটিং, মিছিলের সুযোগ দিচ্ছে না। অথচ নিজেরা সরকারি খরচে সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।’
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘সরকার সুষ্ঠু নির্বাচনে ভয় পায়। কারণ তারা জানে শেয়ার কেলেংকারির বিচার হবে, সরকারি –বেসরকারি ব্যাংক লুটের বিচার হবে, হত্যা-গুম-খুনের বিচার হবে। আমরা জেনেছি বেগম খালেদা জিয়া জেলখানায় অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর সুচিকিৎসা দরকার। অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে শুধু বর্তমান সরকারই দায়ী থাকবে না, খালেদা জিয়াকে কারারুদ্ধ করতে ও কারাগারে আটকে রাখেতে যারা সহযোগিতা করছে তারাও দায়ী থাকবে।’
দলটির ঢাকা মহানগরী সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।
Powered by : Oline IT