আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়িঃ আজ ১৫ ডিসেম্বর। খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা আওয়ামীলীগের উদ্যেগে শহরে একটি বিজয় র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে টাউন হল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইস উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রথম পতাকা উত্তোলনকারী হাজী দোস্ত মোহাম্মদ চৌধুরী প্রমুখ।
এর আগে সকালে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মুনাজাত করা হয়।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর গাছবান কুকিছড়ায় পাকবাহিনীকে হাটিয়ে ১৫ ডিসেম্বর খাগড়াছড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরী স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। সারাদের মানুষের মত খাগড়াছড়ির পাহাড়ী বাঙ্গালী নির্বিশেষে মানুষ অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে।
Powered by : Oline IT