মো. শাফায়েত হোসেন, বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির অভিযোগে পরিচয়ধানকারী কথিত মা-বাবা,দালাল’সহ ৩৩জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালে
পুলিশ ও নির্বাচন অফিস জানায়, ৩১ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করার পরপরই ৩ জানুয়ারী রবিবার নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ ঘটনায় জড়িত থাকায় ৬জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকার বাসিন্দা মহিউদ্দিন চৌধুরী (২৮),ক্যাম্প পাড়ার আবছার কামাল (৪২),রেজু আমতলী পাড়ার হামিদ হোছেন (২৭),রেজু আমতলী পাড়ার মোহাম্মদ রশিদ (২৬), রেজু আমতলী পাড়ার নুর আলম (২৫), আলী হোছন (৩০)।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আলমগীর হোসেন জানান, মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হওয়া ও রোহিঙ্গাদের সহযোগীতার অভিযোগে কথিত মা-বাবা পরিচয়ধানকারী ব্যক্তি,দালাল চক্র’সহ ৩৩জনের নামে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালে ধারা ৪২০/৩৪ পেনাল কোড তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ এর ২৪ধারা তৎসহ ভোটার তালিকা আইন,২০০৯ এর ১৮ ধারা তৎসহ জাতীয় পরিচয় নিবন্ধন আইন,২০১০ এর ১৪ধারায় মামলা দায়ের করে।ওসি আরো জানান,মামলার পরপরই পুলিশ ঘটনায় জড়িত ৬আসামীকে গ্রেফতার করেছে , মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Powered by : Oline IT