এ নিয়ে মোট ৫ লাখ ৩৯ হাজার ৫৭১ জনের শরীরে শনাক্ত হলো ভাইরাসটি। এদের মধ্যে ৪ লাখ ৮৫ হাজার ৯৭১ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৮ হাজার ২৪৮ জনের।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ২৪৮।
এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৪১৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৫৭১।
বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ২১০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ৮ হাজার ১৭টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৬৮১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪ লাখ ৮৫ হাজার ৯৭১ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৭ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৭ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৫৩ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
Powered by : Oline IT